জেলেনস্কির কাছ থেকে সবচেয়ে বাজে মন্তব্য: আবারও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ট্রাম্পের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার কোনো চুক্তি 'এখনও অনেক, অনেক দূরে'। তার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি'র।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, 'আমেরিকা আর বেশি দিন এটি মেনে নেবে না।' তারপর তিনি জেলেনস্কির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি শান্তি চান না।
রোববার লন্ডনে অধিকাংশ ইউরোপীয় নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সম্মেলনে রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি হলে ইউক্রেন রক্ষায় চার দফা পরিকল্পনা গৃহীত হয়।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আয়োজিত এ সম্মেলনটি ইউক্রেনের প্রতি সমর্থন প্রকাশ এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে ইউক্রেন নিয়ে মতবিরোধ কমানোর জন্য ছিল। ব্রিটেন ও ফ্রান্স জানিয়েছে, তারা ইউক্রেন সংকট সমাধানে ইউরোপীয় নেতৃত্বে একটি সমাধান তৈরি করছে।
সম্মেলন শেষে জেলেনস্কি বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শেষ করার চুক্তি 'এখনও অনেক, অনেক দূরে'। তিনি আরও বলেন, তিনি আশা করেন যে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের টানাপড়েন সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখবে।
তিনি বলেন, 'আমি বিশ্বাস করি, ইউক্রেনের যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যথেষ্ট শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে।'
এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, 'রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শনের দিক থেকে এটি সম্ভবত খুব ভালো বক্তব্য ছিল না। তারা আসলে কী ভাবছে?'
কিন্তু সোমবার ট্রাম্প জেলেনস্কির বিরুদ্ধে তার পূর্বের মতামত পুনর্ব্যক্ত করে বলেন, তিনি শান্তি আলোচনা প্রচেষ্টার পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন।
ট্রাম্প তার 'ট্রুথ সোশ্যাল' প্লাটফর্মে লেখেন, 'এটি ছিল জেলেনস্কির কাছ থেকে সবচেয়ে বাজে মন্তব্য, এবং আমেরিকা আর বেশি দিন এটি মেনে নেবে না! এটি যা আমি বলছিলাম, এই লোকটি শান্তি চায় না যতক্ষণ না আমেরিকার সমর্থন তার পাশে রয়েছে।'
সোমবার এক প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প আবার বলেন, জেলেনস্কির 'আরও কৃতজ্ঞ' হওয়া উচিত, বিশেষ করে ইউক্রেনের ওপর রাশিয়ার পূর্ণ আক্রমণের পর থেকে যুক্তরাষ্ট্রের যে সহায়তা তিনি পেয়েছেন তার জন্য।
হোয়াইট হাউজে ক্যামেরার সামনে হওয়া সেই উত্তপ্ত বিতর্কের সময়, ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দুজনেই ক্ষোভ প্রকাশ করেন, কারণ তারা মনে করেন যে জেলেনস্কি যথাযথ কৃতজ্ঞতা দেখাননি।
এই তীব্র বাকযুদ্ধের ফলে ইউক্রেনের বিরল খনিজ পদার্থে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকারের চুক্তি স্বাক্ষরিত হয়নি।
সোমবারের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন না যে চুক্তিটি মরে গেছে। তিনি আরও বলেন, মঙ্গলবারের শেষের দিকে তিনি খনিজ চুক্তি নিয়ে একটি আপডেট দেবেন।