কাল থেকে সৌদি আরবে রোজা শুরু
সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, তামির ও হোতাত সুদাইর অবজারভেটরিতে রমজানের চাঁদ সফলভাবে দেখার পর এ ঘোষণা দেওয়া হয়েছে।

প্রতীকী ছবি: পিক্সাবে
সৌদি আরবে আগামীকাল (১ মার্চ) থেকে পবিত্র রমজান মাস পালিত হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি রয়্যাল কোর্ট।
সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, তামির ও হোতাত সুদাইর অবজারভেটরিতে রমজানের চাঁদ সফলভাবে দেখার পর এ ঘোষণা দেওয়া হয়েছে।
রমজান ইসলামী চন্দ্র ক্যালেন্ডারের নবম এবং পবিত্রতম মাস, যে মাসে নবী মুহাম্মদ (সা.)-এর ওপর কুরআন অবতীর্ণ হয়েছিল।
এই পুরো মাসজুড়ে মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে।
এই মাসে মুসলমানরা ইবাদত এবং কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করেন।