ভারতে সামরিক সরঞ্জাম বিক্রি বাড়াবে যুক্তরাষ্ট্র, দেয়া হবে এফ-৩৫ যুদ্ধবিমানও: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ২০২৫ সাল থেকে ভারতের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি বাড়াবে এবং ভবিষ্যতে এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'আমরা ভারতের কাছে বহু বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি বাড়াচ্ছি। একই সঙ্গে ভারতকে এফ-৩৫ স্টেলথ ফাইটার জেট দেওয়ার পথ সুগম করছি।'
তবে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি। সাধারণত উন্নত প্রযুক্তির অস্ত্র বিক্রির প্রক্রিয়া দীর্ঘ সময় নেয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও জানান, দুই দেশ এমন একটি চুক্তিতে পৌঁছেছে, যার আওতায় ভারত যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণে তেল ও গ্যাস আমদানি করবে। এর ফলে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমবে।
এ ছাড়া উভয় দেশ 'চরমপন্থী ইসলামি সন্ত্রাসবাদ' মোকাবিলায় একসঙ্গে কাজ করবে বলেও জানান ট্রাম্প।
তবে এফ-৩৫ কেনার বিষয়ে ভারতের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, 'ভারত বিদেশি সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে। এর মধ্যে প্রস্তুতকারকদের কাছ থেকে প্রস্তাব চাওয়া ও মূল্যায়নের ধাপ রয়েছে। এখন পর্যন্ত উন্নত যুদ্ধবিমান কেনার সে প্রক্রিয়া শুরু হয়নি। এটি আপাতত কেবল একটি প্রস্তাব।'
এফ-৩৫ নির্মাতা লকহিড মার্টিন জানিয়েছে, এ ধরনের সামরিক বিক্রির আলোচনা সরকার-সরকার পর্যায়ে হয়ে থাকে। সাধারণত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) এ ধরনের লেনদেনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে।
২০০৮ সাল থেকে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছে। গত বছর ছয় বছরের আলোচনার পর ভারত ৩১টি এমকিউ-৯বি সীগার্ডিয়ান ও স্কাইগার্ডিয়ান ড্রোন কেনার সিদ্ধান্ত নেয়।
যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, সামরিক শক্তি আধুনিকায়নে আগামী এক দশকে ভারত ২০০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করতে পারে।
লকহিড মার্টিন বর্তমানে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের জন্য তিন ধরনের এফ-৩৫ যুদ্ধবিমান তৈরি করছে। এর ক্রেতাদের মধ্যে রয়েছে ব্রিটেন, অস্ট্রেলিয়া, ইতালি, নরওয়ে, নেদারল্যান্ডস, ইসরায়েল, জাপান, দক্ষিণ কোরিয়া ও বেলজিয়াম।
এদিকে, দীর্ঘদিন ধরে ভারতীয় সামরিক বাহিনীর প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ রাশিয়া। তবে ইউক্রেন যুদ্ধের কারণে অস্ত্র রপ্তানিতে প্রতিবন্ধকতার মুখে পড়ায় দিল্লি পশ্চিমা দেশগুলোর দিকেও নজর দিচ্ছে।
রাশিয়া ইতোমধ্যে ভারতের বিমানবাহিনীর জন্য দেশটিতে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই এসইউ-৫৭ তৈরি করার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে রুশ ও ভারতীয় কর্মকর্তারা।