সিরিয়ার গোলান মালভূমির নিয়ন্ত্রণ নিতে ইসরায়েলকে আইনপ্রণেতাদের আহ্বান

ইসরায়েলি আইনপ্রণেতারা সিরিয়ার গোলান মালভূমিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রবাস বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ লেখেন, "আসাদ শাসনের পতনের পর, ইসরায়েলের উচিত মাউন্ট হারমনের চূড়ায় নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা এবং ১৯৭৪ সালের যুদ্ধবিরতি রেখার ভিত্তিতে একটি নতুন প্রতিরক্ষা অঞ্চল স্থাপন করা।"
আইনপ্রণেতা তজভি সুকোট বলেন, "সিরিয়ায় নতুন জিহাদিস্ট শাসনের প্রেক্ষাপটে ইসরায়েলের উচিত একটি নিরাপত্তা অঞ্চল গঠন করা, যা সিরিয়ার গোলান মালভূমি এবং সীমান্তের কাছাকাছি উল্লেখযোগ্য এলাকা অন্তর্ভুক্ত করবে।"
তিনি আরও যোগ করেন, "এ ধরনের পদক্ষেপে রাজনৈতিক ও সামরিক খরচ সম্ভবত আগের যেকোনো সময়ের তুলনায় কম, এবং এটি নিরাপত্তার ক্ষেত্রে বিশাল সুবিধা বয়ে আনবে।"