অনন্ত-রাধিকার বিয়েতে শাহরুখ-রণবীরদের উপহার দেওয়া হলো ২ কোটি টাকা দামের ঘড়ি

সম্প্রতি ভারতজুড়ে আলোচিত অনন্ত ও রাধিকার বিয়েতে বরপক্ষের বন্ধুদের বিশেষ উপহার দিয়েছেন মুকেশ আম্বানি পরিবার।
জানা গেছে, বিয়েতে বরের বন্ধুদের ২ কোটি টাকা দামের জমকালো ঘড়ি উপহার দিয়েছেন তারা। অন্যান্য বন্ধুর পাশাপাশি এই উপহার পেয়েছেন বলিউড সেলিব্রেটি শাহরুখ খান ও রণবীর সিং-ও।
গত ১২ জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট এক জমকালো অনুষ্ঠানে বিয়ে করেন।
রাধিকা মার্চেন্ট ব্যবসায়ী বীরেন মার্চেন্ট এবং শায়লা মার্চেন্টের মেয়ে।

অনন্ত আম্বানি তার বরযাত্রীতে সামিল হওয়া বন্ধুদের ২ কোটি টাকা দামের বিলাসবহুল ঘড়ি উপহার দিয়েছেন বলে জানা গেছে।
একটি রেডডিট পোস্টে জানা গেছে, অনন্ত রয়্যাল ওক পারপেচুয়ালের ক্যালেন্ডার লুমিনারি সংস্করণ নামে পরিচিত ২৫টি অডেমারস পিগুয়েট টাইমপিস কিনেছিলেন।
আর এই বিলাসবহুল ঘড়ি প্রাপকদের তালিকায় ছিলেন বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বও। যেমন: শাহরুখ খান, রণবীর সিং , শিখর পাহাড়িয়া, বীর পাহাড়িয়া, মিজান জাফরি প্রমুখ।
১৮ ক্যারেটের রোজ গোল্ডে তৈরি এই ঘড়ি কিনতে আম্বানিদের খরচ হয়েছে প্রায় ৫০ কোটি টাকা!

ভারতের বিজনেস টাইকুন এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বরাবরই ঘড়ির প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে।
প্যাটেক ফিলিপ থেকে শুরু করে রিচার্ড মিলের কালকেশন, সবই আছে তার ঝুলিতে।
কয়েকদিন আগেই ১২ কোটি ৫৩ লাখ টাকা দামের রিচার্ড মিল ব্র্যান্ডের ঘড়িও দেখা গিয়েছিল অনন্তের হাতে।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আম্বানি পরিবারের পক্ষ থেকে রিলায়েন্সের কর্মীদের উপহার দেওয়ার ভিডিও সামনে এসেছিল।

এই উপহারের মধ্যে ছিল: হলদিরামের মুখোরোচক নোনতার চারটি প্যাকেট, মিষ্টির বাক্স এবং একটি রৌপ্য মুদ্রা; আর ছিল একটি কার্ড।
এতে লেখা ছিল: 'দেবী ও দেবতাদের ঐশ্বরিক কৃপায়, আমরা অনন্ত এবং রাধিকার বিবাহ উদযাপন করছি। শুভ কামনাসহ নীতা এবং মুকেশ আম্বানি।'

শনিবার নবদম্পতির জন্য শুভ আশীর্বাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।