তুরস্কে প্রথমবারের মতো সপ্তাহে চার কর্মদিবস চালু করেছে এই প্রতিষ্ঠান

এক বছর আগে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট শ্রেণির কর্মীদের জন্য সপ্তাহে চার কর্মদিবস চালু করেছিল তুরস্কের এক্রিলিক ফাইবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান আকসা এক্রিলিক কিমিয়া সানায়ি এএস। এর ফলও বেশ ভালোই পায় প্রতিষ্ঠানটি। এতে কর্মীদের কাজের স্পৃহা, উদ্যোম, কর্ম উৎপাদনশীলতা সবকিছুই আগের চেয়ে বেড়ে যায়। আর তাই এবার পাকাপাকিভাবে সপ্তাহে চার কর্মদিবস চালু করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে তুরস্কের প্রথম কোনো প্রতিষ্ঠান সপ্তাহে চার কর্মদিবস চালু করল।
কর্মদিবস কমিয়ে আনা হলেও কর্মীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি আগের মতোই রাখা হয়েছে। প্রতিষ্ঠানটি মূলত তার কর্মীদের কর্মদক্ষতা এবং কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য এ উদ্যোগ নেয়।
তুরস্কের বাণিজ্যিক কেন্দ্র ইস্তাম্বুল শহর থেকে একটু বাইরে ইয়ালোভায় অবস্থিত এ প্রতিষ্ঠানটি। শ্রমিকসহ এর জনবল এক হাজার ২০০ জন। প্রতিষ্ঠানটির শ্রমিকদের ঘণ্টা হিসেবে মজুরি দেওয়া হয়। তারা ওভারটাইমের জন্যও আলাদা অর্থ পান। তবে তাদের চার কর্মদিবসের আওতায় রাখা হয়নি। এটি কেবল উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্য।
ব্লুমবার্গের এক প্রশ্নের জবাবে আকসা এক্রিলিকের প্রধান নির্বাহী সেনগিজ তাস বলেন, সপ্তাহে চার কর্মদিবসের বিষয়ে কর্মীরা জোরালো সমর্থন জানিয়েছে। এটি কর্মীদের পারস্পরিক সহযোগিতা ও দলগত কর্মশক্তি আরও বাড়িয়েছে। প্রাথমিকভাবে সপ্তাহে চার কর্মদিবস চালু থাকা অবস্থায় কর্মীদের উপস্থিতির হার বেড়ে ৯৪ শতাংশে পৌঁছেছিল।
সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের বহু প্রতিষ্ঠান প্রাথমিকভাবে সপ্তাহে চার কর্মদিবস চালুর বিষয়টি যাচাই-বাছাই করছে।
ধনকুবের স্টিভ কোহেন গত সপ্তাহে বলেছিলেন, তিনি আশা করেন যে আরও বহু প্রতিষ্ঠান সপ্তাহে চার কর্মদিবসের দিকে যাবে।
গত বছর যুক্তরাজ্যের এক গবেষণায় দেখা গেছে, যেসব প্রতিষ্ঠান পরীক্ষামূলকভাবে চার কর্মদিবস চালু করেছিল, সেসব প্রতিষ্ঠান আর পাঁচ কর্মদিবসে ফিরে যায়নি।
প্রাথমিকভাবে চার কর্মদিবস চালু থাকা অবস্থায় কর্মীদের ওপর পরিচালিত একটি সমীক্ষায় আকসা এক্রিলিক দেখতে পায় যে এতে কাজের সঙ্গে কর্মীদের সম্পৃক্ততা, উৎপাদনশীলতা ইত্যাদি ৮৫ শতাংশেরও বেশি বেড়েছে। এমনকি এই সময়টায় চাকরির আবেদনও উল্লেখযোগ্যভাবে বেড়েছিল।
প্রতিষ্ঠানটির আরঅ্যান্ডডি অ্যান্ড সাসটেইনেবিলিটি গ্রুপ ম্যানেজার আসলি এরতান বলেন, 'আমার সহকর্মী ও আমার দলের কর্মীদের অনুপ্রেরণা স্পষ্টভাবে বেড়েছে।'
অনুবাদ: রেদওয়ানুল হক