যুক্তরাষ্ট্র-ইউরোপের সঙ্গে ফের ‘পান্ডা কূটনীতি’ চালু করছে চীন

যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাথে ফের 'পান্ডা কূটনীতি' চালু করতে যাচ্ছে চীন। তারই অংশ হিসেবে দেশগুলোর চিড়িয়াখানায় পান্ডা পাঠাবে বেইজিং।
যদিও সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি চিড়িয়াখানায় ঋণে দেওয়া ভাল্লুক দেশে ফিরিয়ে এনেছিল চীন। তবে এবার পান্ডা ইস্যুতে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো চিড়িয়াখানা এবং স্পেনের মাদ্রিদ চিড়িয়াখানার সাথে চুক্তি করেছে দেশটি।
চুক্তিটিকে 'পান্ডা সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতার একটি নতুন দিগন্ত' বলে উল্লেখ করেছে চীন। যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাসের উইচ্যাট অ্যাকাউন্টে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
দূতাবাসের তথ্যমতে, প্রথম জোড়া পান্ডা (একটি পুরুষ ও একটি স্ত্রী) গ্রীষ্মের শেষের দিকে সান দিয়েগোতে পাঠানো হতে পারে। একইসাথে চীন ওয়াশিংটন ডিসির ন্যাশনাল চিড়িয়াখানা ও অস্ট্রিয়ার শোনব্রুন চিড়িয়াখানার সম্পর্ক পুনরুজ্জীবিত করার বিষয়েও আলোচনা করেছে।
কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, চীন এমন পদক্ষেপের মাধ্যমে কয়েক দশকের পুরোনো 'পান্ডা কূটনীতি' ফিরিয়ে আনতে যাচ্ছে। গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যালিফোর্নিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করেছিলেন। সেখানে যে-সব প্রাণী কেবল চীনের বন্য অঞ্চলে বাস করে সেগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিলেন।
প্রেসিডেন্ট শি সেই সময়ে বলেছিলেন, "চীন পান্ডা সংরক্ষণে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত'। একইসাথে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার জন্য করার জন্য বেইজিং যথাসাধ্য চেষ্টা করবে।"
এদিকে ওয়াশিংটনের ন্যাশনাল চিড়িয়াখানার কর্মকর্তারা গত বছর চীন থেকে আনা তিনটি দৈত্যাকার পান্ডা ফেরত দিয়েছিলেন। কেননা তখন চীনের সাথে প্রাণীগুলোকে নিয়ে ঋণ চুক্তি নবায়ন করা হয়নি।
ওয়াশিংটন চিড়িয়াখানা মূলত প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ১৯৭২ সালের চীন সফরের পর বেইজিংয়ের কাছ থেকে উপহার হিসেবে একজোড়া পান্ডা পেয়েছিল। যা দেশ দুইটির মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে একটি যুগান্তকারী ঘটনা।