৩০০ ভারতীয় যাত্রীসহ ফ্রান্সে আটক সেই বিমান ২৭৬ জনকে নিয়ে ভারতে ফিরল

মানব পাচার সন্দেহে ফ্রান্সের ভাত্রি বিমানবন্দরে চারদিন আটক থাকার পর যাত্রীবাহী এয়ারবাস এ৩৪০ বিমানটি ভারতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরের দিকে মুম্বাইয়ে অবতরণ করে বিমানটি। খবর বিবিসির।
বিমানটি গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ায় যাচ্ছিল। পথে রিফুয়েলিংয়ের জন্য বিমানটি ফ্রান্সে অবতরণ করে। বিমানে থাকা যাত্রীদের 'অনেকেই পাচারের শিকার' এমন সন্দেহের ভিত্তিতে বিমানটিকে আর উড্ডয়ন করতে দেওয়া হয়নি।
রোমানিয়ার চার্টার কোম্পানি লেজেন্ড এয়ারলাইনসের এই বিমানে ৩০৩ জন যাত্রী ছিল। তাদের মধ্যে দুই নাবালকসহ ২৫ জন আশ্রয় চেয়ে আবেদন করলে তাদের ফ্রান্সে রেখে যায় বিমানটি।
এছাড়াও তদন্তের জন্য দুজন সন্দেহভাজন মানবপাচারকারীকে ফ্রান্সে আটক রাখা হয়। পরে অবশ্য জিজ্ঞাসাবাদ শেষে আদালত তাদের মুক্তি দিয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই বিমানের এসব যাত্রীদের বেশ কিছু ছবি প্রকাশ করেছে। কিছু ছবিতে যাত্রীদের বিমানবন্দরে বসে থাকতে দেখা গেছে। কোনো যাত্রীকে বিমানবন্দর থেকে বের হয়ে যেতেও দেখা যায়।
বিবিসি মারাঠি জানিয়েছে, যাত্রীদের বেশিরভাগই গণমাধ্যমের কাছে এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলছে না। জিজ্ঞাসা করা হলেও তারা বিষয়টি এড়িয়ে চলছেন।
ফরাসি কর্তৃপক্ষের সন্দেহ, বিমানে থাকা যাত্রীদের বেশিরভাগই দুবাইতে শ্রমিকের কাজ করেন। তাদের নিকারাগুয়া নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের চূড়ান্ত গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র বা কানাডা।
ফ্রান্সের কর্তৃপক্ষ আসলেই মানবপাচার সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পেয়েছে কি না তা জানা যায়নি। এছাড়াও নিকারাগুয়ায় না গিয়ে বিমানটি কেন মুম্বাইতে পাঠানো হলো সেটিও স্পষ্ট নয়।