বাখমুতের পতন! দাবি রাশিয়ার ওয়াগনার গ্রুপের

ইউক্রেনের পূর্বাঞ্চলের বাখমুত শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়ার ওয়াগনার গ্রুপ। খবর দ্য নিউ ইয়র্ক টাইমস ও বিবিসির।
ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বলেন, 'প্রতিটি বাড়ি'সহ শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন তারা।
শনিবার একটি ভিডিওতে তিনি এ দাবি করেন।
প্রিগোজিন বলেন, বাখমুতের সর্বশেষ এক এলাকায় কিছু সুউচ্চ ভবনে কোণঠাসা অবস্থায় ছিল ইউক্রেনীয় সেনারা। সেই এলাকাও আজ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে।
তিনি বলেন, 'ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিনকে ধন্যবাদ আমাদের জন্মভূমিকে রক্ষা করার সুযোগ ও সম্মান দেওয়ার জন্য।' এছাড়া তিনি জেনারেল সার্জেই সুরোভিকিন ও মিখাইল মিজিনৎসেভকেও ধন্যবাদ জানান এই কঠিন অপারেশন সফল করার জন্য।
অবশ্য ইউক্রেনের ইস্ট কমান্ডের একজন মুখপাত্র দাবি করেছেন, বাখমুতে এখনও লড়াই চলছে।
রুশ সংবাদমাধ্যম আরটি-র প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত বাখমুতের নিয়ন্ত্রণ ধরে রেখে তারপর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে নিয়ন্ত্রণ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রিগোজিন।
ওয়াগনার-প্রধান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলেছেন, ইউক্রেনীয় বাহিনী 'সাহসিকতার সঙ্গে লড়াই করেছে'।

বাখমুত শহরে কয়েক মাস ধরে রাশিয়ার ধীর অগ্রগতির পর কয়েকদিন আগেই অগ্রগতি অর্জনের খবর জানিয়েছিল ইউক্রেইন। কিন্তু এবার এল ওয়াগনারের এই বাখমুত নিয়ন্ত্রণে নেওয়ার খবর।
এদিকে জাপানে জি-৭-এর সম্মেলনে অংশ নেওয়া জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছেন প্রিগোজিন।
দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রিগোজিনের বাখমুত দখলের ঘোষণায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
১৯ মে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে, দোনেৎস্ক এলাকায় ইউক্রেনের ১৩০ জন সেনা ও ভাড়াটে যোদ্ধা প্রাণ হারিয়েছেন।
যুদ্ধের শুরুর দিকে বাখমুত রসদ সরবরাহের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ হাব ছিল।
এদিকে ধনী দেশগুলোর জোট জি-৭-এর সম্মেলন হচ্ছে জাপানে। এ সম্মেলনে ইউক্রেন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে। সেখানে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে আলোচনা হবে। এর আগে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে রুশ কোম্পানি, ব্যাংক ও ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এরকম টানটান পরিস্থিতিতে এল ওয়াগনার গ্রুপের বাখমুত পূর্ণ নিয়ন্ত্রণের নেওয়ার ঘোষণা।