দেশে দেশে ঈদ উদযাপন...
বিশ্বের একেক দেশে একেক সময়ে পালিত হয় ঈদ। চলতি বছরে বিশ্বের অনেক দেশে শুক্রবার (২১ এপ্রিল) উদযাপিত হয়েছে ঈদ।
আফগানিস্তানের কাবুলে প্রার্থনার আগে একে অপরের সঙ্গে কোলাকুলি করছেন দুই ব্যক্তি। ছবি: সামিউল্লাহ পপাল/ইপিএ-ইএফই
ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান দু'টি উৎসবের একটি হলো ঈদুল ফিতর। পবিত্র রমজান মাসে একমাস রোজা রাখার পর মাসের শেষ দিন চাঁদ দেখা সাপেক্ষে উদযাপন করা হয় ঈদ।
বিশ্বের একেক দেশে একেক সময়ে পালিত হয় ঈদ। চলতি বছরে বিশ্বের অনেক দেশে শুক্রবার (২১ এপ্রিল) উদযাপিত হয়েছে ঈদ। ছবিতে কয়েকটি দেশের ঈদ উদযাপনের চিত্র তুলে ধরা হলো:
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নাদ আল হামার ঈদ মুসল্লাতে সূর্যোদয়ের সময় ছবি তুলছেন মানুষ। ছবি: আলি হায়দার/ইপিএ-ইএফই
নামাজের আগে একটি মসজিদের বাইরের দৃশ্য। ছবি: সামিউল্লাহ পপাল/ইপিএ-ইএফই
সার্বিয়ার বেলগ্রেডে বাজরাকলি মসজিদে অনুষ্ঠিত হচ্ছে ঈদের নামাজ।ছবি: মার্কো জুরিকা/রয়টার্স
অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের সামনে সেলফি নিচ্ছেন জনৈক ফিলিস্তিনি নারী। ছবি: জামাল আওয়াদ/রয়টার্স
কায়রোতে আল-সাদিক মসজিদের বাইরে প্রার্থনার পর বেলুন উড়ানো হয়। ছবি: মোহামেদ আবদ আল গানি/রয়টার্স
দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনিসে প্রার্থনার জন্য জড়ো হয়েছেন ফিলিস্তিনিরা। ছবি: ইব্রাহিম আবু মুস্তফা/রয়টার্স
কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে প্রার্থনার জন্য জড়ো হয়েছেন মানুষ। ছবি: ইমাদ ক্রিদি/রয়টার্স
কেনিয়ার নাইরোবিতে ঈদুল ফিতরের নামাজের আগে নিজেদের হাতের মেহেদি প্রদর্শন করছেন নারীরা।ছবি: মনিকা মাওয়াঙ্গি/রয়টার্স
কিরগিজস্তানের বিশকেকে ঈদুল ফিতরের প্রার্থনায় সমাবেত হয়েছেন কিরগিজরা। ছবি: আইগোর কোভালেংকো/ইপিএ-ইএফই
দক্ষিণ সুদানের রাজধানী জুবায় ঈদুল ফিতরের নামাজে অংশ নিয়েছেন মুসলিম ধর্মাবলম্বী নারীরা। ছবি:সামির বল/রয়টার্স
আলবেনিয়ার তিরানায় স্কান্ডেরবাগ স্কয়ারে প্রার্থনার জন্য জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। ছবি: ফ্লোরিয়ন গগা/রয়টার্স
সূত্র: বিবিসি
