ভারতীয়-আমেরিকান অজয় বাঙ্গাকে বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন যুক্তরাষ্ট্রের

মাস্টারকার্ডের সাবেক সিইও ভারতীয়-আমেরিকান অজয় বাঙ্গাকে বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন যুক্তরাষ্ট্রের
মাস্টারকার্ডের সাবেক প্রধান নির্বাহী অজয় বাঙ্গাকে বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করেছে বাইডেন প্রশাসন। খবর দ্য নিউ ইয়র্ক টাইমস-এর।
প্রথা অনুসারে সাধারণত যুক্তরাষ্ট্রই মার্কিন নাগরিককে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত করে।
ভারতীয়-আমেরিকান ৬৩ বছর বয়সি অজয় বাঙ্গা বর্তমানে ইকুইটি প্রতিষ্ঠান জেনারেল আটলান্টিকের ভাইস চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন।
অজয় বাঙ্গা বেড়ে উঠেছেন ভারতে। এক দশকের বেশি সময় নেতৃত্ব দেওয়ার পর ২০২১ সালে তিনি মাস্টারকার্ড থেকে অবসর নেন। তার সময়ে মাস্টারকার্ডের মুনাফা ব্যাপকভাবে বাড়ে। এর সুবাদে বাঙ্গার যুক্তরাষ্ট্রে সবচেয়ে বিখ্যাত ভারতীয়-আমেরিকান নির্বাহীতে পরিণত হন।
মাস্টারকার্ডে যোগ দেওয়ার আগে বাঙ্গা এক দশকের বেশি সময় ভারতে সিটিগ্রুপ ও নেসলে-তে চাকরি করেছেন।
অজয় বাঙ্গার বাবা ছিলেন আর্মি জেনারেল। তিনি বেড়ে উঠেছেন ভারতের বিভিন্ন শহরে। এর সুবাদে নিজেকে প্রায় সব জায়গায় খাপ খাইয়ে নিতে পারেন বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার পর অজয় বাঙ্গা 'ব্যাংকের বাইরে' থাকা বিশ্বজুড়ে ৫০০ মিলিয়ন মানুষকে আর্থিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে উদ্বুদ্ধ হন।
২০০০ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বাঙ্গা। ওই সময় তার আয় যথেষ্ট হলেও ক্রেডিট রেকর্ড না থাকায় তার পক্ষে একটি সেলফোন কেনাও কঠিন ছিল।
ওই সময় বাঙ্গার নিজেকে 'আর্থিকভাবে বিচ্ছিন্ন' মনে হয়েছিল। এই অনুভূতি থেকেই তিনি আর্থিক ব্যবস্থা নিয়ে কাজ করতে অনুপ্রাণিত হন।
উল্লেখ্য, বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস তার মেয়াদ শেষ হওয়ার আগেই, আগামী জুনে পদত্যাগ করবেন। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের এপ্রিলে।
বিভিন্ন দেশ আগামী ২৯ মার্চ পর্যন্ত নিজেদের মনোনীত ব্যক্তিদের নাম পাঠাতে পারবে। এরপর আগামী মে নাগাদ বিশ্বব্যাংক নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে পারবে বলে আশা করছে।