ইন্দোনেশিয়ায় ৫.৬ মাত্রার ভূমিকম্প, নিহত অন্তত ১৬২, আহত ৭ শতাধিক

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সর্বশেষ পাওয়া এখবরে অন্তত ১৬২ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে বলে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। খবর রয়টার্সের।
প্রদেশটির গভর্নর রিদওয়ান কামিল বলেছেন, ভূমিকম্পে ১৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
পশ্চিম জাভার সিয়ানজুর শহরকে ভূমিকম্পের কেন্দ্রস্থল হিসেবে শনাক্ত করা হয়েছে। সিয়ানজুরের সরকারী কর্মকর্তা হারমান সুহেরম্যান বলেন, সে এলাকার একটি হাসপাতালেই ২০ জন নিহত হয়েছে।
জাকার্তার ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পশ্চিম জাভার সিয়ানজুরে প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। তবে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাকার্তার ব্যবসাকেন্দ্রিক জেলাটিতে অনেকেই ইতিমধ্যে অফিসস্থল ত্যাগ করেছে। তারা ভবন কেঁপে উঠতে এবং আসবাবপত্র নড়তে দেখেন বলে দাবি করেন।
ভূমিকম্পের সময় সিয়ানজুরে অবস্থান করছিলেন মুচলিস। তিনি তীব্র কম্পন অনুভব করেন। তার অফিস ভবনের দেয়াল এবং ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির মেট্রো টিভি নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মুচলিস বলেন, "আমি আতংকিত ছিলাম। আর মনে হচ্ছিল যে আরেকটা ভূমিকম্প হবে।"
এ সময় অনেকেই তাদের ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসে, কেউ কেউ অজ্ঞান হয়ে যায়, আবার অনেকেই কাঁপুনির ফলে রাস্তায় বমি করতে থাকে।
দেশটির আবহাওয়া অধিদপ্তরের (বিএমকেজি) প্রধান দ্বিকোরিতা কর্নাবতী ঝুঁকি এড়াতে (আফটারশক) লোকজনকে বাইরে থাকার পরামর্শ দিয়েছেন।
কর্তৃপক্ষ ভূমিকম্পের প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।