সেপ্টেম্বর থেকে স্পেনে বিনামূল্যে রেল ভ্রমণ

ক্রমবর্ধমান জ্বালানি সংকট এবং মূল্যস্ফীতির কারণে রাষ্ট্রীয় মালিকানাধীন গণপরিবহনের ভাড়া স্পেনে আগেই অর্ধেক কমানো হয়েছিল। এবার দেশটির সরকার ঘোষণা দিল ১০০% ছাড়ের।
বার্তা সংস্থা সিএনএনের প্রতিবেদনে এক বলা হয়েছে, আসছে সেপ্টেম্বরে যাত্রীরা স্পেনের পাবলিক ট্রেন নেটওয়ার্ক রেনফ দ্বারা চালিত কয়েকটি ট্রেনে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণায় বলেছেন, নেটওয়ার্কের পাবলিক সার্ভিস সার্কানিয়াস, রোডালিস এবং মাঝারি দূরত্বে পরিচালিত ট্রেনের টিকিটে ১লা সেপ্টেম্বর থেকে বিনামূল্যে ভ্রমণ করা যাবে। এটি একেবারে এ বছরের শেষ পর্যন্ত কার্যকর থাকবে।
তবে সিঙ্গেল-জার্নি টিকিট এবং দূরপাল্লার যাত্রায় এই নিয়ম কার্যকর হবে না; নিতে হবে মাল্টি-জার্নি টিকিট। সেক্ষেত্রে অন্তত ১০ বার রিটার্ন ট্রিপ বা পাল্টা ভ্রমণ দিতে হবে।
এক বিবৃতিতে স্প্যানিশ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, শক্তি ও জ্বালানি মূল্যের ক্রমাগত অস্বাভাবিক বৃদ্ধির এ পরিস্থিতিতে নিরাপদ, নির্ভরযোগ্য, স্বাচ্ছন্দ্যকর, সাশ্রয়ী এবং টেকসই পরিবহনের মাধ্যমে প্রয়োজনীয় দৈনিক যাতায়াতে গণপরিবহন ব্যবহারের নিশ্চয়তা দিতেই এই উদ্যোগ।
রাষ্ট্রায়ত্ত্ব পরিবহনের জন্য পাবলিক ট্রান্সপোর্ট ফি ৫০ শতাংশ হ্রাসের প্রতিশ্রুতি দেওয়ার পরপরই এই রেনফে স্কিমের ঘোষণা এলো স্প্যানিশ সরকারের পক্ষ থেকে।
ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্পেনই একমাত্র দেশ নয় যে গণপরিবহনের ভাড়া কমানোর উদ্যোগ নিয়েছে।
গত মাসেই জার্মানি গণপরিবহনের জন্য মাসিক ভিত্তিতে ৯ ইউরো মূল্যমানের একটি টিকিট চালু করে; এর মাধ্যমে পুরো মাসজুড়ে ইচ্ছেমত সারা দেশে স্থানীয় এবং আঞ্চলিক পরিবহনে ভ্রমণ করা যাবে।
তাছাড়া গত বছরের শেষের দিকে, অস্ট্রিয়া বিপুল ছাড় সম্বলিত একটি 'ক্লাইমেট টিকিট' চালু করে। মানুষ যেন নিজেদের ব্যক্তিগত গাড়ি ছেড়ে গণপরিবহন ব্যবহারে উৎসাহী হয়, সে লক্ষ্যেই ছিল সে টিকিট।