৯০ বছর বয়সে মারা গেলেন 'শোগান' তারকা রিচার্ড চেম্বারলেইন

প্রখ্যাত অভিনেতা রিচার্ড চেম্বারলেইন মারা গেছেন। 'ড. কিলডেয়ার' এবং 'শোগান' সিরিজের জন্য জনপ্রিয় এই তারকা ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মুখপাত্র হার্লান বোল বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
স্থানীয় সময় শনিবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ওয়াইমানালোতে তিনি মারা যান। স্ট্রোকজনিত জটিলতার কারণে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা পরেই তার ৯১তম জন্মদিন ছিল।
চেম্বারলেইনের দীর্ঘদিনের সঙ্গী মার্টিন র্যাবেট এক বিবৃতিতে বলেন, 'আমাদের প্রিয় রিচার্ড এখন ফেরেশতাদের সঙ্গে। তিনি মুক্ত এবং আমাদের প্রিয়জনদের সঙ্গে মিলিত হচ্ছেন।'
১৯৬১ সালে চেম্বারলেইন টেলিভিশন সিরিজ 'ড. কিলডেয়ার'-এ ড. জেমস কিলডেয়ার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৩০ ও ৪০-এর দশকের জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ অবলম্বনে তৈরি এই সিরিজের মাধ্যমে তিনি ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন।
পরবর্তীতে ১৯৮০-এর দশকের মিনি-সিরিজের রাজা হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি। 'শোগান'-এ এক পশ্চিমা বন্দির চরিত্র এবং 'দ্য থর্ন বার্ডস'-এ এক প্রেমে দ্বিধাগ্রস্ত ক্যাথলিক পুরোহিতের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন।
বিশেষ করে 'দ্য থর্ন বার্ডস' বিপুল জনপ্রিয়তা পায়, যা আমেরিকার '৬০ শতাংশ' টেলিভিশন দর্শকের নজর কাড়ে এবং ১৬টি এমি মনোনয়ন লাভ করে।
চেম্বারলেইন ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন মুখ খোলেননি। ১৯৮৯ সালে এক ফরাসি ম্যাগাজিন তাকে সমকামিতার বিষয়ে জিজ্ঞাসা করলেও তিনি তা অস্বীকার করেন। পরে ২০০৩ সালে প্রকাশিত আত্মজীবনী 'শ্যাটারড লাভ'-এ তিনি নিজের যৌন পরিচয় প্রকাশ করেন।
তিন দশকের সঙ্গী অভিনেতা ও পরিচালক মার্টিন র্যাবেটের সঙ্গে সম্পর্ক থাকলেও তারা ব্যক্তিগত জীবন গোপন রেখেছিলেন। আত্মজীবনী প্রকাশের সময় তিনি বলেন, 'আমি ভেবেছিলাম আমার মধ্যে কিছু খুব গভীরভাবে ভুল আছে।' তবে সেই সময় তিনি অন্য সুদর্শন প্রধান চরিত্রাভিনেতাদের পরামর্শ দিয়েছিলেন, ক্যারিয়ার বাঁচাতে ব্যক্তিগত জীবন গোপন রাখাই ভালো।
২০১০ সালে চেম্বারলেইন ও র্যাবেটের বিচ্ছেদ ঘটে।
১৯৩৪ সালের ৩১ মার্চ ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে জন্ম নেওয়া এই অভিনেতার মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে।