গ্লোবাল আইডা অ্যাওয়ার্ডসে জাজেস চয়েজ পুরস্কার পেলেন চুয়েটের মাহদ্বিয়া

নিপ্পন পেইন্টের গ্লোবাল কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (GCSR) কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ১৭তম আইডা অ্যাওয়ার্ডস ২০২৪-এর গ্লোবাল ফাইনালে, বাংলাদেশের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী মাহদ্বিয়া রাহমান ইন্টেরিয়র ডিজাইন ক্যাটাগরিতে জাজেস' চয়েজ পুরস্কার লাভ করেছেন। এ বছর "কনভার্জ: গ্লোবাল ডিজাইন সলিউশনস" প্রতিপাদ্যকে কেন্দ্র করে ১৬টি দেশ থেকে ৮,০০০ এরও বেশি শিক্ষার্থীর ডিজাইন জমা পড়েছিল, যা স্থানীয় সামাজিক, শহরে এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা গ্লোবাল দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে।
আইডা অ্যাওয়ার্ডস ২০২৪-এর ন্যাশনাল ফাইনালে স্থাপত্য বিভাগে মো: মনসুরুন্নবী এবং ইন্টেরিয়র ডিজাইন বিভাগে মাহদ্বিয়া রাহমান বিজয়ী হয়েছিলেন। এরপর তাঁরা ইন্টারন্যাশনাল ফাইনালিস্ট হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে জাপানের টোকিওতে যান।
মাহদ্বিয়ার পুরস্কার বিজয়ী প্রোজেক্ট, "Stories Unfold: The Tale of a Single Mother", ঐতিহ্যবাহী বাংলাদেশি চায়ের দোকানকে সিঙ্গেল মায়েদের জন্য একটি নিরাপদ, ক্ষমতায়নকারী এবং বহুমুখী স্থানে রূপান্তরিত করার একটি উদ্ভাবনী প্রস্তাবনা। এই ডিজাইনটি সমাজে এই নারীদের প্রতি যে অবহেলা এবং তাদের জন্য উপযুক্ত জায়গার অভাব রেখেছে, তা দূর করতে সাহায্য করবে। এর মাধ্যমে মায়েরা হয়রানির ভয় ছাড়াই নিশ্চিন্তে কাজ করতে পারবেন এবং একই সাথে তাদের সন্তানদেরও দেখাশোনা করতে পারবেন।
নিপ্পন পেইন্টের মার্কেটিং ম্যানেজার জনাব রবিন মিংমা বলেন, "আমরা মাহদ্বিয়া রহমানকে নিজে অত্যন্ত গর্বিত, যিনি এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের সম্মান বৃদ্ধি করেছেন। আইডা অ্যাওয়ার্ডস এমন ডিজাইনারদের উৎসাহিত করে যারা তাদের সৃজনশীলতা ব্যবহার করে বর্তমান সমস্যাগুলো সমাধান করেন এবং একটি উন্নত ভবিষ্যৎ গঠনে অবদান রাখেন।"
এ বছর আইডা ডিজাইনার অফ দা ইয়ার অ্যাওয়ার্ডস স্থাপত্য বিভাগে চীনের মাইক হ্যাং "18+1 Sewing Plan" প্রোজেক্টের জন্য এবং ইন্টেরিয়র ডিজাইন বিভাগে ইন্দোনেশিয়ার আডেলিয়া মেইসা "Mayangan Teh" প্রোজেক্টের জন্য জিতেছেন। এই শীর্ষস্থানীয় ডিজাইনাররা হার্ভার্ড ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অফ ডিজাইনে ১০,০০০ মার্কিন ডলার মূল্যের একটি সম্পূর্ণ অর্থায়িত তিন সপ্তাহের ডিজাইন ডিসকভারি প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
পূর্বে এশিয়া ইয়াং ডিজাইনার অ্যাওয়ার্ডস নামে পরিচিত আইডা অ্যাওয়ার্ডস, নিপ্পন পেইন্টের একটি রেজিস্ট্রেশন-ফি-মুক্ত প্রোগ্রাম যা ক্রস-কালচারাল প্রশিক্ষণ ও নলেজ শেয়ারিং এর মাধ্যমে ইয়াং ট্যালেন্টদের প্রতিভা বিকাশে সহায়তা করে।