রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেবেন
এবারও মো. সাহাবুদ্দিন পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন। ১২ ফেব্রুয়ারি সংসদ ও গণভোট নির্বাচন হবে।
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, ইতোমধ্যে এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় থেকে নির্বাচন কমিশনে যোগাযোগ হয়েছে।
পোস্টাল বোর্ড বিডি অ্যাপে নিবন্ধনের মাধ্যমে ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে।
ইসি সচিব বলেন, 'মহামান্য রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, অ্যাপে নিবন্ধনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনেও পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি। তবে সেটা প্রথাগত পদ্ধতিতে ছিল।
এবার নির্বাচন কমিশন আইটি সাপোর্টেড পোস্টাল ভোটের পদ্ধতি চালু করে; সে ক্ষেত্রে নিবন্ধন করেই পোস্টাল ব্যালটে ভোট দিতে হচ্ছে।
এবার দেশে ও প্রবাসে ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার পোস্টাল অ্যাপে নিবন্ধন করেছেন।
