ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, প্রায় ৯৩ শতাংশই ফেল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে 'বিজ্ঞান ইউনিটের' আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৭ দশমিক ৪৬ শতাংশ। অর্থাৎ, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৯৩ শতাংশই উত্তীর্ণ হতে পারেননি।
আজ সোমবার (২৬ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি অফিস থেকে জানা গেছে, এ বছর বিজ্ঞান ইউনিটে মোট ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে ১ লাখ ২ হাজার ৯৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মোট ৭ হাজার ৬২১ জন।
ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে জানা যাবে। এছাড়া উচ্চমাধ্যমিক রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক রোল নম্বর দিয়ে লগইন করে শিক্ষার্থীরা তাদের বিস্তারিত ফল দেখতে পারবেন।
মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে। এ জন্য গ্রামীণফোন, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU SCI <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএস-এ ফলাফল জানিয়ে দেওয়া হবে। (উদাহরণ: DU SCI 1234567)
