ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজকে দুদকে তলব
ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২৯ জানুয়ারি তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
সোমবার (২৬ জানুয়ারি) দুদকের একজন উর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত বছরের ৩০ নভেম্বরে এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।
গত ২১ জানুয়ারি ডিএনসিসির প্রশাসক বরাবর পাঠানো দুদকের এক চিঠি সূত্রে জানা যায়, ঢাকায় মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটন দখলভার, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি কর্পোরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য নানাবিধ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এজন্য তাকে ২৯ জানুয়ারি সকাল ১০ টায় দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে হাজির হয়ে অনুসন্ধান দলের কাছে হাজির হয়ে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।
গত বছরের ১২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
