এনসিপির ১২ আসনে আছেন জোটের শরিক দলের প্রার্থী
জাতীয় নাগরিক পার্টি ১১ দলীয় জোট থেকে ৩০ আসনে নির্বাচন করছে। এর মধ্যে ১টি আসন সবার জন্য উন্মুক্ত থাকার ঘোষণা থাকলেও আরও ১১ আসনে শরিক দলগুলোর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
এনসিপির কয়েকজন নেতা জানান, তারা খোঁজ নিয়ে জেনেছেন চট্টগ্রাম-৮ ও নরসিংদী-২ আসনে জামায়াতের প্রার্থী আছেন। নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস, সিরাজগঞ্জ-৬ আসনে এবি পার্টি, ঢাকা-২০ আসনে খেলাফত মজলিস এবং রাজবাড়ী-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি।
এছাড়াও পঞ্চগড়-১ আসনে বাংলাদেশ লেবার পার্টি এবং রংপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী রেখেছে। এ ছাড়া কুড়িগ্রাম-২ আসনে এবি পার্টি, ঢাকা-১৯ আসনে এলডিপি, কুমিল্লা-৪ আসনে খেলাফত মজলিস এবং নেত্রকোনা-২ আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনয়ন প্রত্যাহার করেনি।
এ ব্যাপারে এনসিপির একজন নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, জোটের শীর্ষ পর্যায়ে সমন্বয়হীনতা না থাকলে তৃণমূলে এটা অনেক বেশি প্রভাব ফেলে। প্রার্থীতা প্রত্যাহারের ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে কোনো সমন্বয় হয়নি, যার কারণে অনেক আসনে জামায়াতসহ কয়েকটি দল প্রার্থীতা প্রত্যাহার করেনি।
