জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: পিএসসির সাবেক ড্রাইভার আবেদ আলীর ছেলে সোহানুর কারাগারে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউশন বিভাগের আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, আজ মামলাটির তদন্ত কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন আসামি সোহানুর রহমানকে আদালতে হাজির করেন এবং তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে এদিন আদালতে সোহানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের মধ্যে ৩৭ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে গত বছরের ৫ জানুয়ারি সোহানুর রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল। দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন বাদী হয়ে এই মামলা করেন।
