জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে কাল মতবিনিময় করবেন তারেক রহমান
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার বেলা ১১টায় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আজ শনিবার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে আয়োজিত ওই অনুষ্ঠানে 'মায়ের ডাক' ও 'আমরা বিএনপি পরিবার' যৌথভাবে এই মতবিনিময় সভার আয়োজন করেছিল।
