উত্তরার কাঁচাবাজারে অভিযান: পানকৌরি, বক ও গাংচিলসহ ১৬ বন্যপ্রাণী উদ্ধার
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার উত্তরার একটি কাঁচাবাজারে অভিযান চালিয়ে ১৬টি বন্যপ্রাণী জব্দ করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
আজ শুক্রবার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
বন অধিদপ্তর সূত্র জানায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) আগারগাঁওয়ে অবস্থিত বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি দল উত্তরার একটি কাঁচাবাজারের মুরগির দোকানে অভিযান চালায়। এ সময় দোকানটি থেকে পানকৌরি আটটি, নিশি বক তিনটি, গাংচিল তিনটি ও পাতি সরালি দুটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা বন্যপ্রাণীগুলো অবৈধভাবে লালন-পালন, আহরণ ও মজুদ করে রাখা হয়েছিল, যা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর পরিপন্থী।
পরবর্তীতে জব্দ করা বন্যপ্রাণীগুলোকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। বন অধিদপ্তর জানিয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
