নীতিমালা, মূল্যবোধের কথা বলে উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়; প্রয়োজন সুনির্দিষ্ট কর্মসূচি: দেবপ্রিয়
সিটিজেন প্লাটফর্ম ফর এসডিজি বাংলাদেশের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, 'শুধুমাত্র নীতিমালা, কাঠামো কিংবা মূল্যবোধের কথা বলে দেশের উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়, এ জন্য প্রয়োজন সুনির্দিষ্ট কর্মসূচি ও কার্যকর বাস্তবায়ন কাঠামো।'
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর লেকশোর হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম এর উদ্যোগে আয়োজিত 'জাতীয় নির্বাচন ২০২৬: আগামী সরকারের জন্য নাগরিক সুপারিশ' শিরোনামে অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ড. দেবপ্রিয় বলেন, 'অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে, উন্নয়নের আকাঙ্ক্ষা বা নীতিগত বক্তব্য দিলেই তা বাস্তবে রূপ নেয় না। নীতিগুলো কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা ও কর্মসূচি থাকতে হবে। সে কারণেই নাগরিক প্ল্যাটফর্ম খাতভিত্তিক নীতির পাশাপাশি সুনির্দিষ্ট জাতীয় কর্মসূচি প্রণয়নের উদ্যোগ নিয়েছে।'
তিনি বলেন, 'সামষ্টিক অর্থনীতি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন খাতে নীতিগত প্রস্তাব তুলে ধরা হয়েছে।' তবে শুধু নীতিকথা যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, 'এইবার প্রথমবারের মতো আমরা বেশ কিছু জাতীয় কর্মসূচি সামনে আনছি, যেগুলো এসব নীতির বাস্তবায়নে সহায়ক হবে।'
অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে এই বিশিষ্ট অর্থনীতিবিদ বলেন, 'নাগরিক প্ল্যাটফর্ম যে উন্নয়নের কথা বলে, সেই উন্নয়নের বিষয়গুলোই এসব কর্মসূচিতে প্রতিফলিত হয়েছে।'
তিনি বলেন, 'শুধুমাত্র পরামর্শ প্রদান করলেই দায়িত্ব শেষ হয় না; বরং সেই পরামর্শ বাস্তবায়নে নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করাও জরুরি। এ লক্ষ্যে নাগরিক প্ল্যাটফর্ম একটি মনিটরিং রিপোর্ট উপস্থাপন করেছে, যার মাধ্যমে তাদের দেওয়া সুপারিশগুলোর বাস্তবায়ন পর্যবেক্ষণ করা হবে।'
দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, 'রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে নাগরিক প্ল্যাটফর্মের প্রস্তাবগুলো কীভাবে অন্তর্ভুক্ত করছে বা করছে না, সেগুলোকেও নজরদারি ও জবাবদিহির আওতায় আনা হবে।' এটিকে বাংলাদেশের জন্য একটি নতুন বাস্তবতা হিসেবে উল্লেখ করেন তিনি।
নারীর ভূমিকার কথা উল্লেখ করে ড. দেবপ্রিয় বলেন, 'বাংলাদেশের নারী সমাজ এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সচেতন ও সক্ষম। এই সচেতন ও সক্ষম নাগরিক সমাজ ভবিষ্যতের গণতান্ত্রিক উত্তরণে পাহারাদারের ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।'
