জোরপূর্বক গুম বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ: সম্পূর্ণ নথি পড়ুন
গত ১৫ বছরে বাংলাদেশে সংঘটিত জোরপূর্বক গুম ছিল বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং এটি ছিল একটি পরিকল্পিত, প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিকভাবে পরিচালিত অপরাধ—এমন তথ্য উঠে এসেছে জোরপূর্বক গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে।
আজ (১৩ জানুয়ারি) 'আনফোল্ডিং দ্য ট্রুথ: আ স্ট্রাকচারাল ডায়াগনোসিস অব এনফোর্সড ডিজঅ্যাপেয়ারেন্স ইন বাংলাদেশ'- শিরোনামের কমিশনের চূড়ান্ত প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
এতে ওই সময়কালে সংঘটিত জোরপূর্বক গুমের নির্মম বাস্তবতা তুলে ধরা হয়েছে এবং দেখানো হয়েছে কীভাবে এসব ঘটনা কাঠামোবদ্ধ ও সংগঠিতভাবে সংঘটিত হয়েছে।
কমিশনের এই চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের মাধ্যমে অনুসন্ধানের ফলাফল জনসমক্ষে আনা হয়েছে। প্রতিবেদনটি বর্তমানে জোরপূর্বক গুম সংক্রান্ত তদন্ত কমিশনের আনুষ্ঠানিক ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে।
এই লিংকে জোরপূর্বক গুম তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন ডাউনলোড করুন। লিংক-
