সেনা ও নৌবাহিনী প্রাতিষ্ঠানিকভাবে গুমে জড়িত নয়, কিছু কর্মকর্তা জড়িত ছিলেন: তদন্ত কমিশন

গুমের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী প্রাতিষ্ঠানিকভাবে জড়িত নয়, তবে এসব বাহিনীর কিছু কর্মকর্তা এতে সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছে গুম তদন্ত কমিশন।
আজ (১৯ জুন) রাজধানীতে কমিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, সেনাবাহিনী ও নৌবাহিনীর অনেক কর্মকর্তা ডিজিএফআই, এনএসআই এবং র্যাবসহ বিভিন্ন সংস্থায় দায়িত্ব পালন করেছেন এবং গুমের ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে।
কমিশনের সদস্য ও মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এসব গুমের ঘটনার বিষয়ে জানত, কিন্তু তারা প্রাতিষ্ঠানিকভাবে দায়ী নয়।
বিচারপতি মইনুল আরও জানান, কমিশন ১,৮৫০টি অভিযোগ তদন্ত করে ২৫৩ জন গুমের শিকার হয়েছেন—এমন প্রমাণ ও নথিপত্র পেয়েছে।
তিনি বলেন, এ সংক্রান্ত তথ্য কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে অন্তর্ভুক্ত করে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে।