টেকনাফে মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে; মাথায় লাগা গুলিটি বের করা যায়নি
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকায় গতকাল রোববার সকালে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত বাংলাদেশি শিশুটির অবস্থা আশঙ্কাজনক। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
সোমবার দুপুর ২টায় তিনি টিবিএসকে বলেন, "গতকাল রাতে শিশুটির অপারেশন করা হয়েছে। তবে, তার মাথায় লাগা গুলিটি বের করা যায়নি। এটা এমন এক জায়গায় বিদ্ধ হয়ে আছে সেটা বের করে নিলে রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হতে পারে।"
হাসপাতালের আইসিইউতে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। আশার কথা হচ্ছে, গতকাল থেকে আজ তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউপির তেচ্ছিব্রিজ এলাকায় আহত হয় আফনান আরা (১২)। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
আহত আফনান আরা (১২) তেচ্ছিব্রিজ গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। প্রথমে গুলিতে আফনান নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও পরে জানা যায় শিশুটি বেঁচে আছে। গতকাল বিকেলে চমেক হাসপাতালে আনা হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
