জকসু নির্বাচন: ১৪ কেন্দ্রের ফল প্রকাশ; ভিপি পদে ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ, জিএস পদে এগিয়ে শিবির প্যানেল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। মঙ্গলবার যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘক্ষণ গণনা বন্ধ থাকার পর আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুর পর্যন্ত মোট ১৪টি কেন্দ্রের (বিভাগ) ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে এগিয়ে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেল। আর জিএস (সাধারণ সম্পাদক) ও এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে এগিয়ে রয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল 'অদম্য জবিয়ান ঐক্য'।
ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৪২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–ছাত্র অধিকার পরিষদ সমর্থিত একেএম রাকিব পেয়েছেন ১ হাজার ৬৭৩ ভোট। এ পদে রাকিব এগিয়ে রয়েছেন ২৪৯ ভোটে।
জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলীম আরিফ পেয়েছেন ১ হাজার ৫৮৭ ভোট। ছাত্রদল–ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ৭৯৩ ভোট।
এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত মাসুদ পেয়েছেন ১ হাজার ৪৬৬ ভোট। ছাত্রদল–ছাত্র অধিকার পরিষদ সমর্থিত তানজিল পেয়েছেন ১ হাজার ২৯৭ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এখনো ২৫টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। এসব কেন্দ্রের ফলাফলের ওপর চূড়ান্ত ফল নির্ভর করবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গণনা দীর্ঘক্ষণ স্থগিত ছিল। পরে ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও নির্ধারিত সময়ে তা শেষ করা সম্ভব হয়নি। দিবাগত রাত পৌনে ১টার দিকে পুনরায় গণনা শুরু হয়। মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৬টি কেন্দ্রের ফল পাওয়া গেছে, ফলে এখনো ৩৩টি কেন্দ্রের ফল আসা বাকি। ফলাফল ঘোষণা হওয়া কেন্দ্র ৬টি হলো- নৃবিজ্ঞান, লোকপ্রশাসন, ভূগোল, ফার্মেসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছরে এই প্রথম জকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২১টি পদে ১৫৭ জন এবং একমাত্র ছাত্রী হলের সংসদের ১৩টি পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১৬ হাজার ৬৬৫ জন।
নির্বাচনে চারটি প্রধান প্যানেল অংশ নিয়েছে: ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান', ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য', বাম জোট সমর্থিত 'মওলানা ভাসানী ব্রিগেড' এবং জাতীয় ছাত্রশক্তি সমর্থিত 'ঐক্যবদ্ধ জবিয়ান'
