ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ও নির্বাচনী পরিবেশের কথা বিবেচনায় আগামী শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠেয় জাতীয় মহাসমাবেশ স্থগিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ শুক্রবার দুপুরে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২৫ ডিসেম্বর দলের এক সভায় শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে আগামী ৯ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় মহাসমাবেশের ঘোষণা দিয়েছিল।
দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ জানুয়ারি প্রাথমিকের নিয়োগ পরীক্ষা এবং নির্বাচনী পরিবেশের প্রতি সম্মান জানিয়ে জাতীয় মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।
