থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও গান-বাজনা: ৯৯৯-এ ফোন করে অভিযোগ জানান ৩৮১ জন
ইংরেজি বর্ষবরণ ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও উচ্চশব্দে গান-বাজনায় অতিষ্ট হয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ অভিযোগ জানিয়েছেন ৩৮১ জন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান জাতীয় জরুরি সেবা ৯৯৯- এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।
তিনি জানান, খ্রিস্টীয় নববর্ষের প্রাক্কালে 'জাতীয় জরুরি সেবা ৯৯৯'- নম্বরে আতশবাজি, উচ্চশব্দে গান-বাজনা ইত্যাদি শব্দদূষণ সংক্রান্ত ৩৮১টি ফোনকল গৃহীত হয়। এরমধ্যে ঢাকা মহানগর এলাকা থেকে ৯৬টি অভিযোগ গৃহীত হয় এবং দেশের বিভিন্ন স্থান থেকে ২৮৫টি অভিযোগ গৃহীত হয়।
প্রতিটি ক্ষেত্রে ৯৯৯- থেকে সংশ্লিষ্ট থানা পুলিশকে অভিযোগগুলো জানিয়ে প্রতিকারের প্রচেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা উপেক্ষা করে গতকাল (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীতে আতশবাজি ও পটকা ফাটিয়ে ইংরেজি নতুন বছরকে বরণ করে নেয় ঢাকাবাসী।
