খালেদা জিয়ার মৃত্যু: গুলশান কার্যালয়ে এসে ‘শোক বইয়ে’ স্বাক্ষর বিদেশি কূটনীতিকদের
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক। শোক জানানোর পাশাপাশি তারা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে নির্ধারিত 'শোক বইয়ে' স্বাক্ষর করছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮টি দেশের প্রতিনিধি বিএনপি কার্যালয়ে উপস্থিত হয়ে খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন। দেশগুলোর মধ্যে রয়েছে— চীন, ভারত, পাকিস্তান, জার্মানি, ওমান, আলজেরিয়া, কাতার, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনাই, ফিলিস্তিন ও স্পেনসহ আরও অনেক দেশ।
এদিকে শোক বইয়ে স্বাক্ষর করতে বিএনপির রাজনৈতিক মিত্র ও শরিক দলগুলোর শীর্ষ নেতাসহ আরও বিভিন্ন দলের নেতারা কার্যালয়ে আসছেন। এখন পর্যন্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিমকে শোক বইয়ে স্বাক্ষর করতে দেখা গেছে।
এছাড়া আরও স্বাক্ষর করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে মুক্তিযুদ্ধ করা মেজর জেনারেল (অব.) মনিরুজ্জামান, মেজর জেনারেল (অব.) এ টি এম ওয়াহাব, বিশিষ্ট চিন্তাবিদ ফরহাদ মাজহার এবং প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদ।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানানোর জন্য চেয়ারপার্সন অফিসে 'শোক বই' খোলা হয়েছে। মঙ্গলবার বেলা ৩টা থেকে এটি খোলা হয়েছে যা রাত ৯টা পর্যন্ত চলবে। আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং ১ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই স্বাক্ষর কার্যক্রম চলবে।
তিনি আরও জানান, শোক বইতে সর্বপ্রথমে স্বাক্ষর করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
