খালেদা জিয়ার মৃত্যুর খবরে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক; যোগ দিচ্ছেন মির্জা ফখরুল
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুর খবরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা।
এ বৈঠকে যোগ দিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বৈঠকে যোগ দিতে যাচ্ছেন।
সেখানে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করাসহ বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রধান উপদেষ্টার বরাত দিয়ে মঙ্গলবার সকালে এ কথা জানান মির্জা ফখরুল।
"নেত্রীর মৃত্যুর খবর জানার পর সকালে ফোন করে তিনি শোক জানিয়েছেন। রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সকালে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে উনি জানিয়েছেন। তারা নিজেরা আলোচনা করার পর বিএনপির সঙ্গে কথা বলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে," বলেন তিনি।
বৈঠকে যোগ দিতে মির্জা ফখরুল ইতোমধ্যেই এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
