হাদি হত্যার বিচার দাবি: ঢাকা বাদে বিভাগীয় শহরগুলোতে রাত ৮টায় অবরোধ শেষের ঘোষণা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সারা দেশে চলা অবরোধ কর্মসূচি ঢাকা বাদে অন্যান্য বিভাগীয় শহরে আজ রাত ৮টার মধ্যে শেষ করার অনুরোধ জানিয়েছে সংগঠনটি। তবে পরবর্তী কর্মসূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়।
ইনকিলাব মঞ্চের পোস্টে বলা হয়, 'ঢাকা বাদে বিভাগীয় শহরগুলোতে অবরোধ কর্মসূচি রাত ৮টায় সমাপ্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। পরবর্তী কর্মসূচি জানিয়ে দেয়া হবে।'
উল্লেখ্য, হাদি হত্যার বিচার ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ দুপুর থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থী ও সাধারণ জনতা। এর ফলে দেশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয় এবং জনভোগান্তি বাড়ে।
