আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর বিষয়ে ভাবছে এনবিআর
৩১ ডিসেম্বরের পরেও আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও ১৫ দিন থেকে এক মাস পর্যন্ত বাড়ানোর বিষয়ে ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রত্যাশিত সংখ্যক রিটার্ন এখনো জমা না পড়ায় এ সিদ্ধান্তের বিষয়ে চিন্তাভাবনা চলছে।
তবে সময়সীমা বাড়ানো হলেও সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আরও কয়েক দিন পর আসতে পারে বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, "আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো নিয়ে আলোচনা চলছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।"
তিনি জানান, "সিদ্ধান্ত হলেও তা মাসের শেষ দিকে ঘোষণা হতে পারে।"
এর আগে রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজিত এক আলোচনা সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, "সরকার উপযুক্ত মনে করলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।"
এ সময় তিনি আরও বলেন, এ পর্যন্ত অনলাইনে ২৬ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন, যদিও অনলাইনে রিটার্ন দাখিলের জন্য নিবন্ধন করেছেন ৪২ লাখ করদাতা।
জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ৪৫ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছিল। সেই হিসাবে চলতি বছর এখন পর্যন্ত দাখিল হওয়া রিটার্নের সংখ্যা তুলনামূলকভাবে কম।
