মব ভায়োলেন্সের সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ
দেশব্যাপী হওয়া মব ভায়োলেন্স বা সংঘবদ্ধ সহিংসতার সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (২১ ডিসেম্বর) বেলা পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে টিএসসির পায়রা চত্বর থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, মল চত্বর, কলা ভবন ও কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে পুনরায় টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (দুপুর ১টা ২০ মিনিট) সেখানে সমাবেশ করছিলেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, 'ছাত্রশিবির বলেছিল ক্যাম্পাসে তারা লেজুড়বৃত্তিক রাজনীতি ছাত্র রাজনীতি চায় না। অনেক ক্যাম্পাসে তারা মব ক্রিয়েট করেছে। পরবর্তীতে দেখা গেছে, বাংলাদেশের শ্রেষ্ঠ লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠন হিসেবে ছাত্র শিবির আবির্ভূত হয়েছে। বাংলাদেশ শ্রেষ্ঠ মুনাফেক হিসেবে তারা আবির্ভূত হয়েছে। তারা সবচেয়ে বেশি দাড়িপাল্লায় ভোট চেয়ে বেড়াচ্ছে'।
রাকিব বলেন, 'ওসমান হাদী যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, তখন আমরা দোয়া করছি, প্রতিবাদ জানাচ্ছি, ঠিক সেসময় একটি বিশেষ গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের প্রচেষ্টায় লিপ্ত ছিল। ডাকসু–রাকসুর কিছু নেতৃবৃন্দ, জাহাঙ্গীরনগর ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের নেতৃবৃন্দ তারা একেকদিন একেকজন গ্যাং হয়ে প্রোপাগান্ডা ছড়িয়েছে। সর্বশেষ, গতকাল ওসমান হাদীর কবর নিয়েও তারা প্রোপাগাণ্ডা ছড়িয়েছে । এদের বিচার বাংলাদেশে একদিন হবে ইনশাল্লাহ'।
শিবিরকে ইঙ্গিত করে ছাত্রদলের এই সভাপতি বলেন, 'বিশেষ একটি ছাত্রসংগঠন যারা প্রকাশ্যেই মবের সাথে জড়িত তাহলে তারা পেছনে গিয়ে তাদের কর্মীদের কী ধরনের নোংরা প্রোপাগান্ডার সাথে ট্রেনিং দেওয়ায় আমি ছাত্রসমাজকে বিষয়টি ভেবে দেখার অনুরোধ জানাচ্ছি। যাদের গুপ্ত রাজনীতি রয়েছে তারাই প্রকাশ্যে মব সন্ত্রাসের সাথে জড়িত। তারা প্রকাশ্যে প্রোপাগান্ডা, মিথ্যাচারের রাজনীতির সাথে জড়িত। ওসমান হাদীর হত্যাকান্ডকে কেন্দ্র করে তারা প্রতিটি ক্যাম্পাসে তার প্রমাণ দিয়েছে'।
মিছিলে 'আয়েশাকে পুড়িয়ে মারে, ইন্টেরিম কি করে', 'উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস', 'দীপু দাসকে পুড়িয়ে মারে, প্রশাসন কি করে', 'নিরাপদ বাংলাদেশ, ছাত্রদলের অঙ্গীকার'সহ নানা স্লোগান দেন সংগঠনটি নেতাকর্মীরা।
এর আগে শনিবার এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি। ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে আগুন লাগিয়ে তার ৭ বছরের শিশুকন্যা আয়েশাকে হত্যার ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
