আগামীকাল বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত
সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের আগে থেকে ঠিক করে রাখা শনিবারের কর্মসূচি স্থগিত করেছে। প্রতিষ্ঠানগুলো প্রেস বিজ্ঞপ্তি জারি, ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে এ তথ্য জানিয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার অনুষ্ঠেয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় অনিবার্য কারণের কথা উল্লেখ করেছে। এই পরীক্ষা কবে নেওয়া হবে সেটি ওয়েবসাইটে ও প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস করে জানানো হবে।
একইভাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের ভর্তিপরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এই পরীক্ষা কবে নেওয়া হবে, তা পরবর্তীতে জানানো হবে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন তাদের আয়োজিত 'জাতীয় অর্থনীতির চ্যালেঞ্জ ও উত্তরণ'- শীর্ষক একটি কর্মশালা স্থগিত করেছে।
বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) কপ-৩০ নিয়ে আয়োজিত গোলটেবিল অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
একইভাবে, বাংলা দৈনিক সংবাদপত্র 'দৈনিক বণিক বার্তা'-র গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানও স্থগিত ঘোষণা করা হয়েছে।
একশন এইড-এর মিডিয়া রিসিপশন প্রোগ্রাম স্থগিত করা হয়েছে।
এসব ঘোষণার পরে কেন প্রোগ্রাম স্থগিত করা হচ্ছে জানতে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে একটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা বলেন, 'অনুষ্ঠানে যেসব অতিথি ও অংশগ্রহণকারী আসবেন, তাদের ও আয়োজকদের নিরাপত্তার কথা চিন্তা করেই প্রোগ্রাম স্থগিত করা হয়েছে।'
তিনি বলেন, 'কারণ আগামীকাল শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় প্রচুর লোক সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। অনেক সড়কে যানবাহন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকতে পারে। আবার জানাজায় অংশগ্রহণকারীদের থেকে বিক্ষোভও হতে পারে। সবকিছু বিবেচনা করে কালকের প্রোগ্রাম স্থগিত করা হয়েছে।'
শনিবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
প্রেস উইং জানিয়েছে, শহিদ ওসমান হাদির নামাজে জানাজায় যারা অংশ নিতে আসবেন তাদেরকে কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
আরও বলা হয়, একই সঙ্গে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।
