নিউ এইজ সম্পাদক নুরুল কবিরের ওপর হামলার ঘটনায় হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির নিন্দা
সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট কলামিস্ট ও দৈনিক নিউ এইজ-এর সম্পাদক নুরুল কবিরের ওপর সংঘটিত হামলার ঘটনায় তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, 'এই হামলা শুধু একজন বরেণ্য সাংবাদিকের ওপর আক্রমণ নয়, বরং এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। নুরুল কবির দীর্ঘদিন ধরে নির্ভীক, অনুসন্ধানী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশের গণতন্ত্র, মানবাধিকার ও শাসনব্যবস্থা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর ওপর হামলা সাংবাদিক সমাজের জন্য একটি ভয়ংকর বার্তা এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি।'
এইচআরএসএস মনে করে, 'সাংবাদিকদের ওপর হামলা একটি অপরাধমূলক কাজ এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের ঘটনা সাংবাদিকদের মধ্যে ভীতি সৃষ্টি করে, সত্য প্রকাশের পথ রুদ্ধ করে এবং সমাজে বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করে।'
ঘটনার প্রেক্ষিতে মানবাধিকার সংগঠন এইচআরএসএস সুনির্দিষ্টভাবে চারটি দাবি ও আহ্বান জানিয়েছে:
১. নুরুল কবিরের ওপর হামলার ঘটনায় জড়িত সকল ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
২. ঘটনার একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও কার্যকর তদন্ত পরিচালনা করতে হবে।
৩. সারাদেশে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষ থেকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৪. সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে অবিলম্বে একটি কার্যকর সুরক্ষা ব্যবস্থা ও জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে এইচআরএসএস আরও উল্লেখ করে, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতা ছাড়া মানবাধিকার, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজকে একযোগে কঠোর অবস্থান নিতে হবে।
মানবাধিকার সংগঠনটি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার মাধ্যমে সাংবাদিক সমাজের আস্থা পুনঃপ্রতিষ্ঠার জোর আহ্বান জানিয়েছে।
