খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করছেন; সুস্থ হয়ে উঠবেন আশা করি: ডা. জাহিদ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিং-এ সাংবাদিকদের এ কথা বলেন ডা. জাহিদ।
তিনি বলেন, 'বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিন যেমন ছিল, আলহামদুলিল্লাহ তিনি সেটি বজায় রেখেছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে পারছেন।'
ডা. জাহিদ আরও বলেন, 'আমরা এবং তার চিকিৎসকরা অত্যন্ত আশাবাদী যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। তিনি যেন সুস্থ হয়ে আবারও দেশের রাজনীতি ও মানুষের জন্য যথাযথ ভূমিকা রাখতে পারেন, সে জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি।'
সরকার ও প্রশাসনের সহযোগিতা প্রসঙ্গে বলতে গিয়ে সাংবাদিকদের ডা. জাহিদ বলেন, 'প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলী এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সহযোগিতার কথা আমরা অত্যন্ত শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। তারা চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন।'
খালেদা জিয়ার শারীরিক জটিলতার কারণ সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন, 'বেগম জিয়াকে অতীতে পরিকল্পিতভাবে অসুস্থ অবস্থার মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল এবং যথাযথ চিকিৎসা দিতে দেওয়া হয়নি। এ কারণেই তার শারীরিক জটিলতা মারাত্মকভাবে বেড়ে গেছে এবং এবার তাকে দীর্ঘ সময় হাসপাতালে কাটাতে হচ্ছে।'
ডা. জাহিদ আরও বলেন, 'দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বিদেশ থেকেও সার্বক্ষণিকভাবে চিকিৎসার তদারকি করছেন। এছাড়া দেশে অবস্থানরত পরিবারের সদস্যরাও নিয়মিত খোঁজ রাখছেন।'
