হাদিকে হত্যাচেষ্টা, আসামি ফয়সালের বোনের বাসা থেকে গুলি ও ম্যাগাজিন উদ্ধার
ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বোনের বাসার নিচ থেকে দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসায় অভিযান চালিয়ে এসব গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে র্যাব-২।
বিষয়টি র্যাবের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে র্যাব সদর দপ্তর ও র্যাব-২ এর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক র্যাব-২ এর একজন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'র্যাব-২ এর একটি আভিযানিক দল সোমবার রাতে আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসায় অভিযান চালায়। তখন সেই বাসার নিচের একটি জায়গা থেকে দুইটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করে।'
তবে এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না, তা তিনি জানাতে পারেননি।
