ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে অবতরণ করেছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে অবতরণ করেছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে ল্যান্ড করে।
এর আগে এদিন দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুলেন্সটি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ বলেন, 'ওসমান হাদি সবেমাত্র নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছেছেন। ওসমান হাদির ইমার্জেন্সি অ্যাডমিশন সম্পন্ন হয়েছে।'
এর আগে, সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করে।
এয়ার অ্যাম্বুলেন্সে হাদির চিকিৎসার জন্য দুজন বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন নার্স রয়েছেন। এ ছাড়া তার বড় ভাইও তার সঙ্গে যাচ্ছেন।
ডা. মো. আব্দুল আহাদ এর আগে জানিয়েছিলেন, এভারকেয়ার হাসপাতাল থেকে হাদিকে নামিয়ে বিমানবন্দরে নেওয়ার প্রস্তুতি চলছে। তার সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন তার দুই ভাই।
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছিল, অসপ্রে এভিয়েশনের একটি এয়ার অ্যাম্বুলেন্স দুপুর ১টা ৩০ মিনিটে হাদিকে নিয়ে এটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২৪ মিনিটের দিকে রাজধানীর পুরানা পল্টন ও বিজয়নগর কালভার্ট এলাকায় রিকশায় যাওয়ার সময় হাদির ওপর হামলা হয়। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পেছন থেকে তাকে লক্ষ্য করে মাথায় গুলি চালিয়ে পালিয়ে যায়।
হামলার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয় এবং বিকেল ৩টা ৫০ মিনিটে তার অস্ত্রোপচার করা হয়। ঢামেক নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান সে সময় জানিয়েছিলেন, হাদির অবস্থা 'অত্যন্ত আশঙ্কাজনক'। পরে সেদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং জানিয়েছে, হাদির চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং যাতায়াতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হবে। সরকার তার চিকিৎসার সব খরচ বহন করবে বলেও জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিকিৎসা প্রক্রিয়ার ওপর সার্বক্ষণিক নজর রাখার নির্দেশ দিয়েছেন এবং হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গত দুই দিন ধরে সরকার হাদির চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছিল।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. মো. সাইদুর রহমান জানান, বর্তমানে হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে।
