হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় পল্টন থানায় মামলা
ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার দুই দিন পর থানায় মামলা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর পল্টন থানায় বাদী হয়ে মামলাটি করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
বিষয়টি নিশ্চত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, মামলায় ফয়সাল ও অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি গুলি করেন হাদিকে। মাথায় গুলিবিদ্ধ হাদি এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আজ তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে।
পুলিশ বলেছে, হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে ফয়সল করিমকে চিহ্নিত করা হয়েছে।
ফয়সল নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
এদিকে গতকাল হাদিকে গুলি করার ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সলের স্ত্রী, শ্যালকসহ তিনজনকে আটক করেছে র্যাব।
