ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সাংবাদিক আনিস আলমগীরকে
সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে ডিবির একটি টিম তাকে মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে যায়।
এ বিষয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস) পক্ষ থেকে ডিবির অতিরিক্ত কমিশনার এবং আনিস আলমগীরের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।
অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান টিবিএসকে জানিয়েছেন, আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়ে তাকে এখনো কিছু জানানো হয়নি।
সাংবাদিক আনিস আলমগীর আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। গত কিছুদিন ধরে বিভিন্ন টকশো ও লেখায় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে তাকে সমালোচনামূলক বক্তব্য দিতে দেখা গেছে।
