হাটহাজারীতে সড়ক থেকে নৌবাহিনীর সদস্যের মৃতদেহ উদ্ধার
চট্টগ্রামের হাটহাজারীতে আজ (৮ ডিসেম্বর) সকালে সড়কের ওপর থেকে বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এসময় তার পাশে মোটরসাইকেল পড়েছিল।
পুলিশের ধারণা, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (২৯)। তিনি ফটিকছড়ির বাগানবাজারের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, মৃতদেহের কাছে পাওয়া পরিচয়পত্র অনুসারে তিনি নৌবাহিনীতে নাবিক হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, ভোরের দিকে বড়দিঘির পাড় এলাকায় রাস্তার ডিভাইডারের কাছে মোটরসাইকেলের পাশে তার মৃতদেহ পড়েছিল। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশের রাউজান স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ জানান, এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী এখনও পাওয়া যায়নি।
তিনি বলেন, 'দেলোয়ার সম্ভবত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেন এবং ছিটকে রাস্তায় পড়ে যান।'
পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
