সংসদ নির্বাচন ও গণভোট: তফসিল ৮-১৫ ডিসেম্বরের মধ্যে, ভোটের সময় বাড়ল এক ঘণ্টা
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে।
তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।
রোববার (০৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গণমাধ্যমকে তিনি এসব তথ্য জানান।
নির্বাচন কমিশনার জানান, আগামী ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণা উপলক্ষ্যে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ প্রচার করা হবে। ভাষণটি রেকর্ড করার জন্য আমরা বিটিভিকে চিঠি দেব।
ভোটের সময়সীমা নিয়ে তিনি জানান, এবার ভোট গ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। সাধারণত ভোট গ্রহণ ৮টা থেকে ৪টা পর্যন্ত হলেও, এবার একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ কারণেই ভোট গ্রহণের সময় বাড়ানো হয়েছে।
ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ প্রসঙ্গে নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের এবার ভোটের দায়িত্বে রাখা হচ্ছে না।
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর নির্বাচনে ইসলামী ব্যাংক বা সমমনা প্রতিষ্ঠানের কাউকে ভোটগ্রহণ কর্মকর্তার দায়িত্ব না দিতে নির্বাচন কমিশনে লিখিত দাবি জানায় বিএনপি। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি নেতারা লিখিত প্রস্তাবে এ দাবি জানিয়েছিলেন।
এর আগে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সিইসি'র সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিশনের অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
