এনসিপির নেতৃত্বে বিকেলে জোট ঘোষণা, থাকছে না আপ বাংলাদেশ ও গণঅধিকার পরিষদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি ও রাষ্ট্র সংষ্কার আন্দোলন আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেলে নির্বাচনকে সামনে রেখে জোট ঘোষণা করবে।
রাষ্ট্র সংষ্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম টিবিএসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'অনেক আলাপ-আলোচনার পর জোট ঘোষণার বিষয়ে তিন দলের সম্মতি পাওয়া গেছে। অন্যদের জন্যও জোটে অন্তর্ভুক্তির বিষয়টি খোলা থাকবে।'
হাসনাত কাইয়ূম বলেন, 'এনসিপির আপত্তির কারণে আপ বাংলাদেশ আপাতত থাকছে না। গণঅধিকার পরিষদও আপাতত থাকছে না। এর বাইরে নাগরিক ঐক্যসহ কয়েকটি ইসলামিক দলের সাথে আলাপ আলোচনা-চলমান আছে।'
এনসিপির কয়েকজন নেতৃবৃন্দ বলেন, কিছুদিন আগেও এককভাবে নির্বাচনের কথা থাকলেও পরিস্থিতি সাপেক্ষে তাদের জোট করতে হচ্ছে। রোববার বিকাল ৪টায় রাজধানীর রিপোটার্স ইউনিটিতে জোট ঘোষণা হবে।
এর আগে গত শুক্রবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, 'এনসিপি কারো সাথে কোন প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য কোনো সমঝোতায় এখনো পৌঁছায়নি। কিন্তু মিডিয়ায় আমাদের সম্পর্কে তথ্য-অপতথ্য প্রচার করে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছে। জনগণ নতুন সম্ভাবনা, নতুন নেতৃত্ব দেখতে চায়। এনসিপি সেই রাজনীতি করতে এককভাবে এগোচ্ছে।'
তিনি বলেন, এনসিপি তার মতো করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, প্রার্থী যাচাই-বাছাই করছে। অতি দ্রুত সমেয়র মধ্যে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করব। আমাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা আগাতে চাই। কারো সাথে জোটে যেতে আমরা আগ্রহী নই; বরং আমরা তৃতীয় একটি জোট প্রক্রিয়া চলমান আছে।'
নাহিদ ইসলাম বলেন, 'কিন্তু আমরা জোট করা, কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা, সেটা বন্ধ করিনি। পরিস্থিতি বিবেচনায় যেকোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয়। দেশের জনগণের স্বার্থরক্ষায় যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে আমরা সেটার জন্য ওপেন আছি। কিন্তু আমরা কারো সাথে কোনো জোটের প্রক্রিয়া কিংবা আলোচনাতে নেই। নিজেদের প্রস্তুতি নিচ্ছি।'
