মিছিল নয়, খালেদা জিয়ার অসুস্থতায় কর্মীদের নিয়ে নামাজ পড়লেন বিএনপি প্রার্থী হারুন
রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর রশীদ। তবে কোনো আনন্দ মিছিল বা শোডাউন করেননি তিনি। দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে নেতাকর্মীদের আনন্দ মিছিল না করে শুকরানা নামাজ ও দোয়া করার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনে হারুন-অর রশীদের নাম ঘোষণা করেন।
মনোনয়ন পাওয়ার পরই দলীয় নেতাকর্মী ও অনুসারীদের সতর্ক করে হারুন-অর রশীদ বলেন, 'কোনো প্রকার রং ছিটানো, আনন্দ মিছিল বা কারো প্রতি রুঢ় আচরণ করা যাবে না। মানুষের কষ্টের কারণ হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে। সবাইকে নফল নামাজ পড়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করতে হবে।'
তার এই অনুরোধের পর কালুখালী, পাংশা ও বালিয়াকান্দির বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা শুকরানা নামাজ আদায় করেন।
এই আসনে বিএনপি প্রার্থীর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রচারণা চালাচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী, যার নামও হারুন-অর-রশিদ। তিনি জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও অবসরপ্রাপ্ত শিক্ষক।
