খালেদা জিয়ার সুস্থতা কামনায় আগামীকাল মসজিদ–মন্দিরে দোয়া
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) দেশের প্রতিটি মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে জানিয়ে তিনি বলেন, "বেগম খালেদা জিয়া এ দেশের রাজনৈতিক ঐক্যের প্রতীক। তাকে অসংখ্য জুলুম–নির্যাতনেও তার সিদ্ধান্ত ও অটল মনোভাব টলানো যায়নি। নানা ষড়যন্ত্র ও নির্যাতনে হয়তো অসুস্থ করা হয়েছেন, কিন্তু দেশ ও গণতন্ত্রের প্রশ্নে তার মনোবল দুর্বল করা যায়নি।"
তিনি আরও বলেন, দেশের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক মহলও তার জন্য দোয়া করছে।
তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে রিজভী বলেন, "তিনি যখন মনে করবেন দেশে ফেরা উপযুক্ত—তখনই ফিরবেন। তিনি জনগণের নেতা। জনগণের সুখ–দুঃখে পাশে থেকেছেন। খালেদা জিয়া অসুস্থ, তার চিকিৎসা ও রাজনৈতিক সিদ্ধান্ত—সবই বিবেচনায় নিয়ে তিনি দেশের ও জনগণের স্বার্থে সুচিন্তিত সিদ্ধান্ত নেবেন।"
