‘সম্মিলিত ইসলামী ব্যাংক’কে তফসিলি ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
'সম্মিলিত ইসলামী ব্যাংক'কে তফসিলি ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।
এ বিষয়ে সোমবার (১ ডিসেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ ডিসেম্বর থেকে 'সম্মিলিত ইসলামী ব্যাংক' তফসিলি ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত হলো।
রোববার বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে নতুন 'সম্মিলিত ইসলামী ব্যাংক' গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করেই নতুন এ ব্যাংক গঠন করা হয়েছে।
