পূর্বাচলে শেখ রেহানার নামে ১০ কাঠা প্লট বরাদ্দ বাতিলের নির্দেশ
পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানার নামে বরাদ্দকৃত ১০ কাঠা প্লট বাতিলের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (১ ডিসেম্বর) পর্যবেক্ষণে ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলমের আদালত এই নির্দেশ দেন।
উল্লেখ্য, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির মামলার রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর, তার বোন শেখ রেহানা সিদ্দিককে ৭ বছর এবং ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, শেখ রেহানা নিজ বা পরিবারের অন্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও অসৎ উদ্দেশ্যে তা হলফনামায় গোপন করেছেন। পূর্বাচলের নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি, নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘিত হয়েছে। শেখ হাসিনাকে প্রভাবিত করে রাজউকে কোনো আবেদন না করেই তার কাছে আবদার করে আবেদন করেন। ১০ কাঠার প্লট নিয়ে সরকারি জমি আত্মসাৎ করেন।
