নারী ও পুরুষ ফুটবলারদের বেতন-ভাতায় বৈষম্য কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল
পুরুষ ফুটবলারদের তুলনায় নারী ফুটবলারদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় বৈষম্য কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে রবিবার (৩০ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। ক্রীড়া সচিব, জাতীয় ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, নারী ফুটবলারদের বেতন ভাতার বৈষম্য চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমাইয়া তানভীর ও ব্যারিস্টার আরিজা মেহেলী খান।
আইনজীবীরা বলেন, পুরুষ ফুটবলার বছরে ৫০ থেকে ৬০ লাখ বেতন পান, অথচ নারী ফুটবলার পান বছরে ৬ থেকে ৭ লাখ টাকা। তাও নারী ফুটবলারদের নিয়মিত বেতন দেওয়া হয় না। নেই কোনো আবাসন সুবিধা। নারী ফুটবলারদের নিয়মিত লীগ আয়োজন করা হয় না।
সাফ ফুটবল জয়ের পর নারী ফুটবল টিমকে দেড় কোটি টাকা প্রণোদনা দেওয়ার ঘোষণা দেয়া হয়েছিল। সেই টাকা এখনও দেওয়া হয়নি বলেও জানান তারা।
