খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে এনসিপি নেতারা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
শনিবার (২৯ নভেম্বর) সকালে তারা এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।
এনসিপির পক্ষ থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
তার অবস্থা স্থিতিশীল নয় বলে শুক্রবার রাতে সাংবাদিকদের জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এর আগে, গতকাল দুপুরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা 'অত্যন্ত সংকটময়' বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রোববার তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
